গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ইফতারির খিচুড়ী খেয়ে ১৫ অসুস্থ হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার বামুন্দীতে এ ঘটনা ঘটে। অসুস্থদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। ভুক্তভুগীরা জানান,শুক্রবার সন্ধ্যায় বামুন্দী বাজারের শাজাহান আলীর বাড়ির ইফতারের খেচুড়ী খেয়ে ১৫ জন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের বামুন্দী মাহী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বামুন্দী মাহী ক্লিনিকের স্থানীয় চিকিৎসক সারোয়ার হোসেন জানান, ১৫/১৬ জন রুগী শনিবার দুপুরে ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়েছেন। খাদ্য বিষিক্রিয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কয়েকজন ক্লিনিকে ভর্তি রয়েছে বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে। এ ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই। শাজাহান আলীর মেয়ে তাসলিমা বেগম শাহিনা জানান,ইফতারির জন্য তাদের বাড়িতে ৬শত রোজাদারের দাওয়াত ছিলো। শুক্রবার সন্ধ্যায় খেচুড়ি খেলেও অসুস্থতার কথা শোনা যাচ্ছে একদিন পর দুপুরে। আসলে এ ঘটনাটি গুজব। তিব্র গরমে মানুষ এমনিতেই অসুস্থ হচ্ছে।