গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে ১২ বোতল ভারতীয় মদসহ মোঃ আব্দুল্লাহ (২০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার কাজীপুর মন্ডল পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দল্লাহ মৃত মোঃ সিহাব আলীর ছেলে।
এসময় তার নিকট থেক ভারতীয় ১২ বোতল মদ উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান,আব্দুল্লাহ উপজেলার কাজীপুর মন্ডল পাড়ায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম, এএসআই হেলাল উদ্দিনসহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার নিকট থেকে ভারতীয় ১২ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
আটক আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।