গাংনীর সেই রাস্তার নিম্নমানের ইট অপসারণের নির্দেশ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম:

 গাংনীর রাধাগোবিন্দপুর ধলাগ্রামেরর সেই রাস্তার হেরিং বন্ডের (এইচবিবি) কাজে ব্যবহৃত নিম্নমানের ইট অপসারণের নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
রবিবার দুপুরে রাস্তাটি সরেজমিন পরিদর্শন করে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি দেখতে পেয়ে সেগুলো অপসারণ করে এক নম্বর ইট দিয়ে কাজ করার নির্দেশনা দেন। এ সময় নিম্নমানের বালিও ইট দিয়ে কাজ করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রাস্তা পরিদর্শনকালে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপসহকারী প্রকৌশলী আলিমুল রেজা, ইউপি সদস্য আনারুল ইসলাম, ফারুক হোসেন, ঠিকাদার ইসমাইল হোসেন হোসেনসহ রাধা গোবিন্দপুর ধলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, রাস্তাটি পরিদর্শন কালে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী অপসারণ করে এক নম্বর ইট দিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য: গত শনিবার (২রা মার্চ) রাধাগোবিন্দপুর ধলা গ্রামের হাল মাঠে রাস্তায় হেরিং বন্ডের কাজে নিম্ন মানের ইট ও কাঁদাযুক্ত বালি ব্যবহার করা হচ্ছে গ্রামবাসীর এমন অভিযোগ তুললে কাজ বন্ধ করে দেয় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
জানা গেছে, রাধাগোবিন্দপুর ধলা গ্রামের হাল মাঠের ১ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপোযুগী হওয়ায় দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর গ্রামীন মাটির রাস্তা হেরিং বন্ড প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১৮ অক্টোবর দরপত্র আহবান করে। একই বছর ৩০ অক্টোবর লটারির মাধ্যমে কার্যাদেশ পায় মেহেরপুরের ঠিকাদার ইসমাইল হোসেন।
চলতি বছরের ফেব্রুয়ারী মাসের শেষে কাজ শুরু হয়। কাজটির শুরুতে কাঁদাযুক্ত বালি নিম্নমানের ইট ও বিধি মোতাবেক কাজ না করার অভিযোগ উঠে। এনিয়ে ঠিকাদার সহ তার লোকজনের সাথে কয়েক দফায় গ্রামবাসির সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!