গাংনীতে অবৈধ ইটভাটায় ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে গাংনীর পূর্বমালসাদহ গ্রামের সরোয়ারের ইটভাটা ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ ইয়ানুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমএম আরাফাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় গাংনী উপজেলার গাংনী থানার এসআই নারোদ, গাংনী ফায়ার সার্ভিসের টিম লিডার মহিউদ্দীন উপস্থিত ছিলেন। জানা গেছে, বেশ কিছুদিন যাবত সরোয়ার হোসেন গাংনীর হাড়িয়াদহ মাঠে অনুমোদনহীণ ইটভাটা পরিচালনা করে আসছেন। জেলা প্রশাসন থেকে বারবার বন্ধ করার তাগিদ দেয়ার পরও তিনি ব্যবসা বন্ধ না করায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!