গাংনীতে নানা আয়োজনে শান্তিপূর্ন ভাবে মহান বিজয় দিবস পালিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

নানা কর্মসূচির মধ্যে দিয়ে মেহেরপুরে গাংনীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি পালন উপলক্ষে সোমবার সূর্যদ্বয়ের সাথে সাথে শহীদ মিনারে ৩১ বার তপোধ্বণীর মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। এসময় সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমান,গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,কৃষি অফিসার কেএম সাহাবুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। পরে বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। পরে সকাল সাড়ে ৯টার সময় গাংনী ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ১১ টায় গাংনী উপজেলা চত্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো:মকবুল হোসেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। এসময় বীর মুক্তিযোদ্ধাদের মিষ্টি ও ফুল দিয়ে বরণ করে উপজেলা প্রশাসন। এছাড়া মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!