গাংনী নিউজ ডটকম:
মেহেরপুর-২ (গাংনী) আসনের পাঁচ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
গতকাল রোববার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নিয়ামানুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
এই আসনে নৌকা ও ট্রাক প্রতীক ছাড়া অন্য সব প্রার্থীরা হারাচ্ছেন তাদের জামানত।
মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৯২৯ জন।এর মধ্যে প্রদত্ত ভোট ১ লাখ ২৮ হাজার ৪১১। কাস্টিং ভোটের হিসেবে জামানত ফিরে পেতে একজন প্রার্থীকে ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে।এ আসনটিতে ৭ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর (নৌকা) ৭২ হাজার ৭২৮ ভোট,স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন (ট্রাক) ৪৯ হাজার ৫৯৩ ভোট,তৃণমূল বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল গনি(সোনালী আঁশ)-২৯১ ভোট,জাপার প্রার্থী কিতাব আলী (লাঙ্গল)-৮৯৬ ভোট,জাতীয় কংগ্রেস এর দলীয় প্রার্থী আল ফারুক (ডাব)-২৭৩ ভোট,ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী গোলাম রসুল ( আম)-২০৮ ভোট এবং সাংস্কৃতিক জোট-এর দলীয় প্রার্থী মোঃ শাহাজালাল (ছড়ি)-২৯৪ ভোট।
কাস্টিং ভোটের হিসেবে অনুযায়ী এ আসনটিতে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, মেহেরপুর-২ (গাংনী)আসনের পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নিয়ম অনুযায়ী এ অর্থ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।