গাংনীর ৩ ওয়ার্ডের উপ নির্বাচনের তফশীল ঘোষণা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকমঃ

মেহেরপুরে গাংনী উপজেলার দুই ইউনিয়নের ৩ টা ওয়ার্ডের উপ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে।

আগামী ৯মার্চ দুইটি ইউনিয়নের ৩টা ওয়ার্ডে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে আগামী ৯ মার্চ সাহারবাটি ইউনিয়নের ২ ও ৩ এবং ষোলটাকা ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাতিল হলে আপিল ১৬-১৮ ফেব্রুয়ারী। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী এবং প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল হাসান।মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ এক পত্রে রির্টার্নিং কর্মকর্তা নিয়োগ ও তফশীল ঘোষণা করেছেন।

আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য: উপজেলার সাহারবাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মো: রফিকুল ইসলাম গতবছরের আগষ্ট মাসে ও ৩ ওয়ার্ডের মেম্বর মো: সাবান আলী গতবছরের অক্টোবর মাসে মৃত্যু বরণ করেন।
এ ছাড়াও ষোলটাকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মো: ইদ্রিস আলীর মৃত্যু বরণ করেন চলতি মাসে।
এই ৩ মেম্বর মৃত্যুজনিত কারণে ৩ টি ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!