গাংনীতে পিতা পুত্রের জেল জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে পিতা পুত্রকে দু’বছরের কারাদন্ড দিয়েছে আদালত। জাল ভিসায় মালদ্বীপে পাঠানোর অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার ২ বছরের কারাদন্ড ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশের আদেশ দিয়েছে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক তারিক হাসান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিরুল ও তার ছেলে হাফিজুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, বাদিয়াপাড়া গ্রামের বিল্লালের ছেলে রিপন হোসেনকে মালদ্বীপে পাঠানোর জন্য ২০১৭ সালের ১২ মে আদম ব্যবসায়ী আমিরুল ইসলামকে ২ লক্ষ ৮০ হাজার টাকা দেয়া হয়। এরপর রিপনকে মালদ্বীপে পাঠানো হলে জাল ভিসা বলে সনাক্ত করে তাকে দেশে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৫০৬ পেনাল কোড-এ একটি মামলা দায়ের করেন। যার সি, আর কেস নং২৭১/১৯। মামলায় আসামীরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের ২ বছরের কারাদন্ড ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশের আদেশ দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!