গাংনীতে প্রার্থী মকবুল হোসেনের নির্বাচনী প্রচারণা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকমঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেহেরপুর-২ গাংনী আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন।

রবিবার বেলা দুইটার সময় উপজেলার আমতৈল-মানিকদিয়া গ্রামে এলাকার মানুষদের নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিটিং করেন। এ সময় তিনি ট্রাক মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

মকবুল হোসেন এর আগে এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সাল এবং ২০১৪ সালেও তিনি এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি জনগণের ভোটের ওপর আস্থা রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু, ইয়াসিন রেজা, আব্দুল আলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!