গাংনীতে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে ৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তি প্রস্তুর স্থাপন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর ২ ( গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, আমাদের ছেলে মেয়েরা ভাল পরিবেশে সুন্দরভাবে লেখা পড়া শিখতে পারবে। আর শিক্ষকরাও একটি সুন্দর পরিবেশে পাঠদান যাতে করতে পারে সেই লক্ষে বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষা খাতকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। তাই স্কুল কলেজ ও মাদ্রাসার নতুন নতুন ভবন তৈরী করছে। রোববার (২১ জুলাই ) সকাল ১০ টার সময় গাংনী উপজেলার চাঁন্দামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ লাখ ২৯ হাজার টাকা ব্যায়ে নির্মিত দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তুর অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল হক, প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, জেলা পরিষদের সদস্য শওকত আলী, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মজিরুদ্দীন। এছাড়া ৭২ লক্ষ ২২ হাজার টাকা ব্যায়ে বড়বামুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৮৪ লক্ষা টাকা ব্যায়ে ভোলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫৪ লাখ ৯৩ হাজার টাকা ব্যায়ে ইকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭৫ লাখ ২২ হাজার টাকা ব্যায়ে চৌগাছা ভিটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৮৯ লাখ ৮৮ হাজার টাকা ব্যায়ে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৮২ লাখ ২৩ হাজার টাকা ব্যায়ে তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তুর করা হয়েছে। ৪ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যায়ে ৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি ) এর মাধ্যমে এসব স্কুল নির্মিত হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!