গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে সাপের কামুড়ে মোফাজ্জেল হোসেন কালু (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মোফাজ্জেল হোসেন কালু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মোফাজ্জেল হোসেন কালু গাংনী উপজেলার করমদী গ্রামের মৃত আব্দুল গনি মালিথা ছেলে। সাপের কামুড়ে কৃষক মোফাজ্জেল হোসেন কালু’র মৃত্যু হলেও আহত হয়েছে তার প্রতিবেশী কাবের আলীর স্ত্রী। তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফজলুল হক জানান,রবিবার ভোররাতে মোফাজ্জেল হোসেন কালুকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কামুড় দেয়। এ সময় তার চিৎকাওে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় বামন্দীর একটি ক্লিনিকে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।