গাংনীতে ডাক্তারদের মানববন্ধন অনুষ্ঠিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম:

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ডাক্তার) চিকিৎসকসহ অন্যান্য সেবা দানকারীদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে ডাক্তার ও কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি করেছে।

সােমবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মাে : আব্দুল আল মারুফ,ডাক্তার জাহিদুর রহমান,এমকে রেজা,মো: হাবিবুর রহমান,সিমা বিশ্বাস, বােধা দীপ্ত,সুমাইয়া ইয়াসমিন,আবির হােসেন, তাসমেরী খাইরুন নাহার প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মাে : আব্দুল আল মারুফ।
বক্তারা বলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ডাক্তার) চিকিৎসকসহ অন্যান্য সেবা দানকারীদের ওপর যারা ন্যাংকারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

একই সাথে দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত কর্মবিরতী পালন করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!