গাংনীতে ১০ ইটভাটায় ৬০ লাখ টাকা জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ১০ টি ইটভাটায় ৬০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও কাঠ পোড়ানোর অভিযোগে মঙ্গলবার দুপুরে উপজেলার বামুন্দী অঞ্চলের ১০টি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও কাঠ পোড়ানোর অভিযোগে জোয়ার্দার ব্রিকসের ৬,সমতা ব্রিকসের ৮,রুপসা ব্রিকসের ৭,থ্রি স্টার ব্রিকসের ৪,তমা ব্রিকসের ৭,একতা ব্রিকসের ৬,বেস্ট্র ব্রিকসের ৫,বস ব্রিকসের ৪,ভিশন ব্রিকসের ৭ ও জনতা ব্রিকসের ৬ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ইটভাটা বন্দের নির্দেশ এবং ৩টি ইটভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় বামুন্দী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইছাহাক আলী,র‌্যাব ও পুলিশের দুটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!