গাংনীর ধলা-মাইলমারী মাঠের সেই বাধ অপসারণ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম ,( ফারুক আহমেদ ) :

মেহেরপুরের গাংনীর ধলা-মাইলমারী মাঠে বাধ অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত। গাংনী নিউজ টোয়েন্টিফোর সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর রবিবার সকাল ১১ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়ানুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম অভিযান চালিয়ে বাধ ও পুকুরের আংশিক অপসারন করেন।
গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম,ব্রিজের মুখে বাধ দিয়ে মাছ চাষ করার কারনে কয়েক হাজার বিঘা জমি পানিবন্দী হয়ে পড়েছে এ সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়ানুর রহমান। পরে পুকুর মালিক ও স্থানীয়দের সহায়তায় পানি প্রবাহের জন্য বাধ ও আংশিক পুকুর কেটে দেয়া হয়। এদিকে অবৈধ ভাবে ব্রিজের মুখে পুকুর খনন করার অভিযোগে মালিক নুরু পোষ্ট মাষ্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ভুক্তভুগী কৃষকরা। স্থানীয়দের দাবি ক্ষমতার দাপট দেখিয়ে পুকুর খনন করা হয়েছে। হাজার হাজার কৃষকদের স্বার্থে পুকুর ভরাট সহ স্থায়ী সমাধানের আহবান জানান তারা।   নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, পুকুরের জমির মালিকানা নিয়ে এলাকায় নানা গুঞ্জন থাকলেও পুকুর মালিক নুরু পোষ্ট মাষ্টার জানিয়েছে জমির প্রকৃত মালিক তিনি। জমির মালিকানার বিষয়টি নিশ্চিত হতে পুকুর মালিককে কাগজপত্র নিয়ে ভুমি অফিসে আসতে নির্দেশনা দেয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। উল্লেখ্য : গাংনীতে পুকুরে গ্রাস করছে হাজার একর জমি শিরোনামে গত শনিবার গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!