গাংনীর ভাটপাড়া ও কাজিপুর ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলার বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দিন বিকেল থেকেই দর্শনার্থীদের ভিড় পড়েছে। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করছেন। গাংনীর ভাটপাড়া নীল কুঠিতে নির্মিত জেলা প্রশাসক (ডিসি) ইকোপার্ক। জেলার মধ্যে ডিসি ইকো পার্কটি বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঈদের দিন সকাল থেকে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত এই পার্কটি। ভাটপাড়া কুঠি ডিসি পার্কে ঘুরতে এসেছেন অনেক কর্মব্যস্ত মানুষ। সারা বছর কাজের চাপে পরিবারকে তারা সময় দিতে পারেননা। তাইতো ঈদের নতুন পোশাকে সেজে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। যান্ত্রিক কোলাহাল আর শহর জীবনের ব্যস্ততা না থাকায় মনের পালে হাওয়া লেগেছে তরুণ-তরুণীদের। বন্ধু-বান্ধব মিলে ঘুরতে এসেছেন ডিসি ইকো পার্কে। নির্মাণাধীন পার্কটিতে রয়েছে পশু-পাখির ভাস্কর্য। দৃষ্টিনন্দন বাগান, পুকুর, শাপলা, ফুটওয়্যার, ফুলের বাগান ও দেশীয় গাছ সমৃদ্ধ বাগান। রয়েছে ইংরেজদের শোষণের স্মৃতি চিহ্ন বিজড়িত নীলকুঠির বিভিন্ন স্থাপনা। এসব দেখে বেজায় মুগ্ধ দর্শনার্থীরা। দর্শনার্থীরা বলেন, সারা বছর সময় পায় না। তাছাড়া বাড়ির কাছে এত সুন্দর একটি পার্ক নির্মাণ হচ্ছে তাই বাড়িতে থাকতে পারলাম না। বন্ধু-বান্ধবদের নিয়ে বেড়াতে এসেছি। বেশ ভাল লাগছে। ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে ডিসি ইকো পার্ক। নির্মাণাধীন রয়েছে দৃষ্টিনন্দন গেট, পানির ফোয়ারা, লেকের ওভার ব্রিজ, শিশুপার্ক, লেক, স্মৃতি সৌধ ও বসার স্থান। এদিকে পার্কে কিছু অব্যবস্থপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে পর্যটকরা। এদিকে গাংনী উপজেলার কাজিপুর ব্রীজে মনের পালে হাওয়া দিতে হাজারো তরুণ-তরুণীদের পদচারনায় মুখর হয়ে উঠে। ব্রীজের নীচ দিয়ে বয়ে গেছে মাথাভাঙ্গা নদী আর পার্শে রয়েছে ভারত সিমান্ত। মনমুগ্ধকর পরিবেশ উপভোগ করতেই ঈদেও দিন সহ বিশেষ দিন গুলোতে ভিড় জমায় উঠতি বয়সের তরুন তরুনীরা।  ছবি ও তথ্য : রাব্বি আহমেদ ও তরিকুজ্জামান/

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!