গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে (আনারস মার্কা) প্রতীক নিয়ে মোট ৩৩৭২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দী মোখলেচুর রহমান মুকুল (হেলিকপ্টার মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮২৯৩ ভোট,রাশিদুল ইসলাম জুয়েল (ঘোড়া মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৫৬০
ভোট,জুলফিকার আলী ভুট্ট (কই মাছ মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৫৭ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে ফারুক হাসান (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে মোট ৪৭৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (তালা মার্কা) প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন মিঠু পেয়েছেন ৩২৬০৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা খাতুন (ফুটবল মার্কা) প্রতীকে মোট ভোট ৩৫৪০৯ পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহানা ইয়াসমিন (হাঁস মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৮৫৭ ভোট এবং জাকিয়া আক্তার আল্পনা (কলস মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ১২০১৫ ভোট।
গাংনী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বেসরকারিভাবে তাদের ফলাফল ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট।