গাংনী উপজেলা যুবলীগ সভাপতিকে ছেড়ে দিয়েছে পুলিশ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনকে জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২ টায় গাংনী পৌর মেয়র আহমেদ আলীর জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান,উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনকে পুলিশের নিরাপত্তা হেফাযতে নেয়া হয়। তবে গাংনী পৌর মেয়র আহমেদ আলীর জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
গাংনী পৌর মেয়র আহমেদ আলী বলেন,সোমবার সন্ধ্যায় সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। সামনে সংসদ নির্বাচন সকলকে সাথে নিয়ে এক হয়ে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হলে সকল নেতাকর্মীর প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে কেউ বিবাদে না জড়ায় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য : সোমবার সন্ধ্যায় সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপুর সাথে যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনের সাথে বাকবিতন্ডার জেরে গুলি বর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে যুবলীগ সভাপতি সহ তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাংসদ সাহিদুজ্জামান খোকন সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সাময়িক যানচলাচল বন্ধ হয়ে যায়। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনকে পুলিশের নিরাপত্তা হেফাযতে নেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!