তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে,, আমজাদ হোসেন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর তিনটার সময় গাংনী উপজেলা যুবদলের আয়োজনে গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের দমন পীড়নের পরে ছাত্র জনতার অভ্যুত্থান এর মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। এই বাংলাদেশে তারেক রহমানের নামে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা অতি দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, গাংনী পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল মারুফ পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ, বামন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীবৃন্দরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!