ভ্রাম্যমাণ আদালতে ট্রলি চালকের জরিমানা

কর্তৃক farukgangni

 গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে ইটভাটায় মাটি বহনের সময় মাটি পড়ে রাস্তা নষ্ট ও জনদূর্ভোগ সৃষ্টি হওয়ায় ওয়াসিম নামের এক ট্রলি চালকের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।প্রতীকী ছবি

সোমবার দুপুরে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাদির হোসেন শামীম।
দন্ডিত ওয়াসিম গাংনীর ধানখোলা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়,মাঠ থেকে মাটি কেটে ট্রলি করে ইটভাটায় মাটি পৌঁছে দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় মাটি বহনের সময় রাস্তার উপর পড়ে রাস্তা নষ্ট হচ্ছে ও পথচারীরা ভোগান্তিতে পড়ছে।এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং ট্রলি চালিচালক দোষি সাব্যস্ত হওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৫(খ) ও ১৫(১) ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন নাদির হোসেন শামীম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!