মুজিবনগরে করোনা সংক্রামনে ইদ্রীস আলীর মৃত্যু। ইউএনও ওসি সহ ২০ জন হোমকোয়ারেন্টাইনে। উপজেলা লকডাউন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের মুজিবনগরের ইদ্রীস আলী শাহ (৩৬) করোনা সংক্রামনে মারা গেছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। বৃহস্পতিবার দুপুর ১২টায় মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ ঘটনা ইউএনও ওসি সহ ২০ জনকে হোমকোয়ারেন্টাই করে মুজিবনগর উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে।  মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন বলেন,মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের সুফল শাহের ছেলে ইদ্রীস আলী শাহ করোনা উপসর্গ নিয়ে বুধবার মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রীস আলীর মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে করোনা রিপোর্ট পজেটিভ আসে। ইদ্রীস আলী তার বেশ কয়েকদিন যাবৎ শ্বাসকষ্ট,জ্বর,কাশি ছিলো বলে জানিয়েছিলো তার পরিবার। মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনী জানান,করোনা সংক্রামনে ইদ্রীস আলী শাহের মৃত্যু’র ঘটনায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: ওসমান গনী,স্বাস্থ্য ও পরিবারকল্যান কর্মকর্তা রেজাউল হক,ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাসেম,ইমাম,মৃত ইদ্রীস আলীর পরিবার সহ যারা জানাজা ও দাফন কাপনে অংশ নিয়েছে তাদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া গোটা মুজিবনগর উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

১ কমেন্ট

সাকিব এপ্রিল ২৩, ২০২০ - ১:৪৮ অপরাহ্ণ

ইউএনও সাহেব যুক্তি সংগত কাজ করেছেন।
আমাদের সবার উচিৎ নিজ নিজ অবস্থান থেকে সাবধান থাকা।
ধন্যবাদান্তে
সাকিব

উত্তর

মতামত দিন

shares
error: Content is protected !!