মেহেরপুরের দুটি আসনে ২৫ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

আগামী ৭ জানয়ারী সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরের দুটি আসনে ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন পর্যন্ত বৃহস্পতিবার বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: শামীম হোসেন ও সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মেহেরপুর ১ সদর ও মুজিবনগর আসনে মনোনয়নপত্র জমাদনকারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, মোঃ জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল হামিদ, ন্যাশনাল পিপলস পার্টির জেলা সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিটন, কৃষক মুক্তি জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ বাবুল জম, মেহেরপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ সাইদুল আলম, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টি (জেপি)আহবায়ক মোঃ মওলাদ আলী খান তাদের মনোনয়নপত্র জমা দেন।
এদিকে মেহেরপুর ২ গাংনী আসনের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর, বর্তমান সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, তৃণমূল বিএনপি আব্দুল গনি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নুর আহমেদ বকুল, জাতীয় পার্টির কেতাব আলী , সাবেক সচিব আশরাফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, জাকের পার্টির শামসুদ্দোহা সোহেল,বাংলাদেশ কংগ্রেস আল ফারুক বাবুল, বাংলাদেশ পিপলস পার্টির গোলাম রসুল ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহ জামাল।
বাছাই আগামী ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর,১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর ও ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪া পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!