মেহেরপুরে র‌্যাবের অভিযানে ৬৬ বোতল ফেন্সিডিলসহ আটক ০২

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে উপজেলার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কাজীপুর বর্ডারপাড়ার মৃত নৈমুদ্দিন শেখের ছেলে মোঃ মালেক শেখ(৫৫),একই এলাকার মৃত আতর আলী শেখের ছেলে মোঃ কুদ্দুস শেখ(৫৬)।

র‌্যাব-১২( গাংনী ক্যাম্প)এর সহাকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলার নওদাপাড়া এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৬৬ (ছেষট্টি) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।
আটক আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!