মেহেরপুর জেলা দিবস উদযাপন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর জেলার ৩৭তম বর্ষ উদযাপন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। পরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকির রহমান, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) এস এম ফয়সাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী প্রমূখ। উল্লেখ্য: ১৯৮৪ সালের এইদিনে মেহেরপুরকে মহকুমা থেকে জেলায় রুপান্ত্রিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!