গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরে গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহেদ আলী(২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে উপজেলার অলিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাহেদ আলী উপজেলার অলিনগর গ্রামের মোঃ সুলতান হকের ছেলে।
র্যাব-১২( গাংনী ক্যাম্প)এর সহাকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গাংনী উপজেলার অলিনগর এম এম এস ব্রিকস এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. শাহেদ আলীকে আটক করা হয়।এ সময় তাকে তল্লাশি করে ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলা সহ বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।
আটককৃত আসামী মো. শাহেদ আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।