গাংনীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার

কর্তৃক farukgangni

 গাংনী নিউজ ডটকম:

গাংনীতে মানব পাচার মামলার পলাতক আসামি মোঃ আমিরুল ইসলাম(৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহার বাটি চারচারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার মোঃ আমিরুল ইসলাম উপজেলার সাহেবনগর গ্রামের মৃত রঞ্জিত মন্ডলের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মানবপাচার মামলার পলাতক এজাহারনামীয় ০৪নং আসামী মো: আমিরুল ইসলাম উপজেলার সাহারবাটি ইউনিয়নের চারচারা বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২( গাংনী ক্যাম্প)এর সহাকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃতে র‌্যাবের একটি চৌকষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আসামী আমিরুল ইসলাম লোকজনদের বিদেশে পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবি করত এবং এলাকার বিভিন্ন পর্যায়ের ১৪০-১৫০ জন ছেলের অবিভাবকদের নিকট থেকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা নিয়ে ভাল কাজ দিবে বলে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিত।

গ্রেফতারকৃত আসামী মো: আমিরুল ইসলামকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা সুত্র জানায়,গ্রেপ্তারকৃত আসামি মোঃ আমিরুল ইসলামকে আগামীকাল জেল হতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!