গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে ফার্নিচার ব্যবসায়ী রতন আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকালে গাংনী উপজেলার ছাতিয়ান বাজার বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ তারিখ সকাল ৯ টায় বাড়ি থেকে বামন্দী বাজারে যাওয়ার সময় হাওড়াপাড়া নামক স্থানে একদল সন্ত্রাসী ফার্নিচার ব্যবসায়ী রতন আলীর মোটরসাইকেল রোধ করে দেশীয় অস্ত্র রড,হাতুড়ী দিয়ে নির্মম ভাবে পিটিয়ে রতনের দুই পা এবং হাত ভেঙ্গে দেয়। সেই সাথে তার সাথে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে রতন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় রতনের চাচা হামিদুল ইসলাম বাদী হয়ে ৫জন এজাহার নামীয় সহ অজ্ঞাত ৪/৫জন কে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৩০ তাং ১৯.০৭.২০২৩ ইং।
মামলার ১ নং আসামী ছাতিয়ান গ্রামের আছেল উদ্দীনের ছেলে মুদি ব্যবসায়ী রতন মিয়াকে গ্রেফতার করলেও অন্য আসামীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। মানববন্ধনে বাকি আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের জোর দাবী জানান বক্তারা।