সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। উপজেলা চেয়ারম্যানের আনন্দ শোভাযাত্রা।

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করায় মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ কে খালেকের নেতৃত্বে গাংনী বাজার থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম, গাংনী পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!