গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করায় মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ কে খালেকের নেতৃত্বে গাংনী বাজার থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম, গাংনী পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।