ইউজিআইপি-৩ প্রকল্পে অন্তভুক্ত গাংনী পৌরসভা। শুরু হবে উন্নয়ন কর্মযজ্ঞ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী পৌরসভাকে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (ইউজিআইপি-৩) প্রকল্পে অন্তভুক্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার বিভাগেরে উপসচিব মো: আল আমিন সরকার স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি গত বছর ১৫ সেপ্টম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ প্রকল্পে অন্তভুক্ত করতে চিঠি দেন। এ প্রকল্পে অন্তভ্ুিক্তর ফলে পৌর শহরের সড়ক ও সুপেয় পানি সরবরাহ সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালিত হবে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে দেশের আরো ৩৭ পৌরসভায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। এছাড়া ১৭টি পৌরসভার তালিকা অপেক্ষমান রাখা হয়েছে। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (ইউজিআইপি-৩) প্রকল্পে অন্তভুক্ত হওয়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌর মেয়র আহমেদ আলী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!