গাংনীতে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

’প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বের হয়ে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,জেলা জেপির সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, মহিলা বিষয়ক অফিসের ট্রেড প্রশিক্ষক নার্গিস সুলতানা। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নারীনেত্রীবৃন্দ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!