গাংনীর কাজিপুর ইউপি সদস্য লিটন অস্ত্র গুলি ও ম্যাগজিন সহ আটক। বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ পরিবারের

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউপি সদস্য লিটনকে অস্ত্র গুলি ও ম্যাগজিন সহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ৮ টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার একটি তেলপাম্পের কাছ থেকে তাকে আটক করা হয়। এদিকে লিটনকে ডিবি পরিচয়ে তার বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে পরিবার।  সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,তিনটি বিদেশী পিস্তুুল, ছয়টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি সহ লিটনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এস আই নাজমুল হক বাদী হয়ে তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বদরুদোজা জানান, মামলার তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে। ইউপি সদস্য লিটন স্ত্রী তকলিমা খাতুন ও ভাই মামুন জানান, শুক্রবার দুপুরের দিকে ৭/৮ জন ব্যক্তি সাদা পোশাকে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে লিটনকে ঘর থেকে বের নিয়ে আসে। অস্ত্রধারীদের পরিচয় জানতে চাইলে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাদা একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। লিটন কাজীপুর ব্রীজপাড়ার মৃত সাবেক সেনা সদস্য নুরুল ইসলাম ওরফে নুরু মেলেটারীর ছেলে।

সম্পর্কিত পোস্ট

১ কমেন্ট

Shompod মে ৯, ২০২০ - ১১:০৫ পূর্বাহ্ণ

Oni akjon valo manush.abong por opokari

উত্তর

মতামত দিন

shares
error: Content is protected !!