প্রকৃত চাষী ও মিলারদের কাছ থেকে চাল,ধান ও গম ক্রয় করুণ…খাদ্য বিভাগকে খোকন এমপি

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী খাদ্য গুদামে ধানচাল ও গম সংগ্রহ নিয়ে গত কয়েকদিন ধরে অস্থিরতা থাকলেও বুধবার থেকে কিছুটা প্রশোমন হয়ে সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তবে প্রকৃত চাষী ও প্রকৃত সরকারী তালিকা ভুক্ত মিল মালিকদের কাছ থেকে চাল,ধান ও গম ক্রয়ের আহবান জানিয়েছে গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন,কৃষকের ধান ক্রয় করবে মিল মালিকরা। সেই ধান চাউল করে সরকারী খাদ্য গুদামে সরবরাহ করবে মিল মালিকরা। তাতে আমাদের কৃষকরা যেমন ধানের ন্যায্য মূল্যে পাবে তেমনী মিলারাও আর্থিক ভাবে লাভবান হবে। অথচ কতিয়প লোকজন মিলারদের জিম্মি করে বাইরের জেলা থেকে ট্রাক ভর্তি চাল এনে খাদ্য গুদামে সরবরাহ করছে। একারণে খাদ্য বিভাগকে আমি বাইরের চাল নেয়া বন্ধ করতে বলেছিলাম। প্রকৃত চাষী ও মিল মালিকদের কাছ থেকে ধান,চাল ও গম নেওয়ার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন। তিনি আরো বলেন, গাংনী উপজেলার কৃষককে বাঁচাতে যে কোন মূল্যে গাংনীর কৃষকদের কাছ থেকে ধান,গম ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করতে হবে। গাংনী উপজেলা খাদ্য কর্মকর্তা মো: খলিলুর রহমান ও খাদ্য গুদাম কর্মকর্তা মো: মতিয়ার রহমান বিশ্বাস বলেন,সরকারী বিধি মেনে ধান,চাল ও গম সংগ্রহ করা হবে। কোন ভাবেই গাংনী উপজেলার তালিকা ভুক্ত মিলারদের বাইরে কোন চাল নেয়া হবেনা। ধান,চাল ও গম নেওয়ার বিষয়টি সার্বক্ষনিক পর্যবেক্ষন করছেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,জেলা প্রশাসক মো: আতাউল গনী,উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল খালেক ও উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। ধান,চাল ও গম সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!