মেহেরপুরের দুটি আসনে বর্তমান এমপি সহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। রবিবার বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের কাছে মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
মেহেরপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, জাকের পাটির সভাপতি মোঃ সাইদুল আলম।
মেহেরপুর ২ আসনে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান মুকুল, ওয়ার্কার্স পার্টির প্রার্থী নুর আহমেদ বকুল,জাকের পাটির শামসুদ্দোহা।
প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর ও ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!