নানা আয়োজনে গাংনীতে মহান বিজয় দিবস পালিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

 সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।এসময় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর বিভিন্ন সরকারি অফিস,শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।
এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় মনােনয়নপ্রাপ্ত মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যঅর্পণ করেন।

এছাড়া গাংনী ফুটবল মাঠে প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন করা করা হয়।পরে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এদিকে গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনও শহীদ মিনারে পুষ্পঅর্পন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!