ঘন কুয়াশায় গাড়ির লাইটে চলতে হয় রাস্তা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকমঃ

 মেহেরপুরের গাংনী উপজেলায় চাদর বিছিয়েছে ঘন কুয়াশা।সকালে রাস্তা গুলো ঢেকে গেছে কুয়াশায়।যানবাহন গুলো চলছে আলো জ্বালিয়ে।সেই সাথে বাড়ছে শীত।ঘন কুয়াশা আর শীতকে উপেক্ষা করে নিজ নিজ কর্মে যাচ্ছে মানুষ।যানবাহনগুলো ছুটে চলছে কুয়াশা ভেদ করে।

দিনমজুরেরাও ছুটছে কর্মস্থলে।মেহপরপুরের গাংনী উপজেলার রাস্তাগুলোও সকালে ঢেকে থাকছে ঘন কুয়াশায়।এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছে অনেকেই।গাড়ির সামনে থাকা লাইট জ্বালিয়ে পথ চলতে হয়।

স্থানীয়রা জানান,ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক।রাস্তাগুলো যেন দেখাই যাচ্ছে না তারপরেও যানবাহন ছুটে চলছে।রাস্তায় বের হতে ভয় লাগে কখন জানি ঘটে দুর্ঘটনা।

চলতি পথের অটোচালক নজরুল ইসলাম বলেন, ভোরবেলা থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাগুলো।তারপরেও পেটের তাগিদে বের হতে হয়। অনেক আস্তে আস্তে গাড়ি চালায় তারপরও ভয় লাগে।

আলগামন চালক মো: জাফার আলী বলেন,আমরা ভাটায় ইটের ভাড়ায় খাটি আমাদের খুব ভোরে চলে যেতে হয়।কুয়াশার কারণে খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হয়।

ট্রাক চালক মো: স্বপন আলী বলেন,কুয়াশায় গাড়ি চালাতে গিয়ে অনেক কষ্ট হয়।সামনে লাইট জ্বলে তারপরেও পথ পরিষ্কার দেখা যায় না।চরম ঝুঁকি নিয়ে রাস্তা চলি।সামনে কত দুর্ঘটনা দেখেছি।দুর্ঘটনার কথা মনে পড়লেই ভয়ে জান আতকে ওঠে।বলা যায় গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক তাহমিনা নাসরিন জানান, এই আবহাওয়া আরও দুইদিন থাকতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!