মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম:

মেহেরপুরের গাংনীতে মাদক সেবনের অভিযোগে মো: আসাদুজ্জামান রাব্বি(২৪) নামের এক যুবকের ১বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই আদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

আসাদুজ্জামান রাব্বি উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো: রবিউল ইসলামিক ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম জানান, আসাদুজ্জামান রাব্বি গাংনী হাসপাতালের পিছনে মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে।এ সময় তার কাছ থেকে ২ পুরিয়া গাঁজা ও নেশা জাতীয় ঔষধ পাওয়া যায়।
পরে র‍্যাব সদস্যরা ভ্রাম্যমান আদালতে নিয়ে আসলে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!